top of page
IMG_4831.jpg

মেরী জোবাইদা

নিউ ইয়র্ক স্টেটের এসেম্বলী ডিস্ট্রিক্ট ৩৭ এর ডেমোক্রাটিক প্রার্থী 

আগাম ভোটের তারিখ:

জুন 12- জুন 20
 

ভোট কেন্দ্র:

 

প্রাইমারী ইলেকশনের তারিখ 

জুন 22

 

ভোট সেন্টার কোথায় জানতে এখানে খোঁজ করুন। 

 

 

মেরি একজন কর্মজীবী ​​মা এবং বাংলাদেশ থেকে আসা প্রথম প্রজন্মের আমেরিকান।।

 

নিউ ইয়র্ক শহর কে সবার জন্য আবাসন যোগ্য করার জন্য এস্টোরিয়া, লং আইল্যান্ড সিটি, উড সাইড, 

সানি সাইড, মাসপ্যাথ ও রিজ উড থেকে তিনি নির্বাচন করছেন।  

 

  মেরীর নির্বাচনী দফাসমূহ:

   -সার্বজনীন স্বাস্থ্যসেবা

  -সবার জন্য আবাসন

  - জলবায়ু ও পরিবেশ বান্ধব পদক্ষেপ

  - অপরাধ বিষয়ক আইন সংস্কার

  - সবার জন্য বিনাবেতনে কলেজ শিক্ষা

  - সার্বজনীন প্রি-কে এবং চাইল্ড কেয়ার। 

  - বিনাবেতনে কলেজ শিক্ষা

  -কর্মজীবি পিতামাতার ছুটি বাড়ানো

  - স্কুল ক্যাফেটেরিয়ায় হালাল, নিরামিষ এবং কোশার খাবারের সুবিধা সহ অভবাসীদের অধিকার আদায়ে আগামী 22 শে জুননির্বাচনে আমাকে ভোট দিন। 

 

অতীতেও মেরী সব সময় সামাজিক ও অর্থনৈতিক মুক্তির আন্দোলনে সচল ছিলো। পরিবেশ ও অভাবসীদের দাবী নিয়ে আলবানিতে এডভোকেসি করেছেন বহুবার। যে কোন ধর্মীয় পোশাক পরে কাজ করার অধিকারের বিলটি যখন পাশ হয় মেরী তখন 

দুইসন্তান নিয়ে সেনেট ফ্লোরে। 

 

মেরি ওবামা ফর আমেরিকা, বিল থমসন ফর মেয়র, এবং বিল দ্যা ব্লাজিওর ২০১৩ সনের নির্বাচনে সক্রিয় কর্মী ছিলো। 

 

 মেরী জোবাইদার আমেরিকার শিক্ষা জীবন শুরু হয় লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজে।  তিনি এনওয়াই ইউ থেকে স্কলারশিপের সাথে ব্যাচেলর পাশ করেন। ছাত্রজীবন থেকেই মেরী রাজনৈতিক অঙ্গনে জড়িত। তিনি ছিলেন লাগোয়ার্ডিয়া কমিউনিটি কলেজের স্টুডেন্ট গভর্ন্মেন্ট ভাইস প্রেসিডন্ট এবং সিটি ইউনিভার্সিটি সেটুডেন্ট সেনেটের প্রতিনিধি। 

 

নির্বচিত হয়ে মেরী নিউ ইয়র্ক শহরকে সকল মানুষের বসবাস যোগ্য করার চেষ্টা করবেন। 

 

22 শে জুন নির্বাচন। 

 

ভীর এড়িয়ে ভোট দিতে পারবেন ২0 জুন পর্যন্ত। 

unnamed-8.jpg
unnamed-7.jpg
unnamed-6.jpg
Screen%20Shot%202019-11-09%20at%203.21_e
bottom of page